KICHUKKHON ARO NA HOY ROHITEY KACHE II SEYLON MUSIC LOUNGE

1,331

প্রেমাবিষ্ট হৃদয়ই কেবল জানে, প্রিয়জনকে চোখে হারানোর অস্থিরতা কতটা প্রবল। ইচ্ছে করে, শুধু তাকে ঘিরেই কেটে যাক প্রতিটি ক্ষণ। দৃষ্টির আড়াল হলেই প্রেমে ব্যাকুল হৃদয় নানা বাহানায় কাছে পেতে চায় তাকে। প্রেমিকে আচ্ছন্ন এমনই এক কাতর প্রেমিকার অনুভবের প্রগাঢ়তা মূর্ত হয়ে আছে সন্ধ্যা মুখার্জী ‘কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে’ গানটিতে।

কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে মূল শিল্পী – সন্ধ্যা মুখার্জী কাভার – প্রিয়াংকা

কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার

সুরঃ রবিন চ্যাটার্জী মিউজিক

রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া

প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু এজেন্সিঃ ক্রিয়েটো

DISCLAIMER – (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at [email protected]

Categories Music
Tags

Leave A Reply

Your email address will not be published.

Skip to toolbar