রাজশাহীর চর খানপুর সীমান্তের মানুষের সুখ-দুঃখ || Life on The Border ||
পদ্মার এপাড়ে রাজশাহী, ওপাড়ে ভারতের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সীমান্তরেখা কোথাও পদ্মানদীর ভেতরে ঢুকে গেছে, আবার কোথাও স্থলভাগে উঠে গেছে। নদীর ওপাড়েই ভারত সীমান্তঘেঁষে রয়েছে বাংলাদেশের তিনটি গ্রাম। চর মাঝারদিয়াড়, ,চর খানপুর আর চর খিদিরপুর। পদ্মার ভাঙনে চর খিদিরপুর ইতোমধ্যেই অস্তিত্ব হারিয়ে ফেলেছে। রয়েছে চর মাঝারদিয়াড় আর খানপুর। আজ আমি যাচ্ছি খানপুর চরে। এই চর প্রতি বছরই ভাঙছে। বসতবাড়ি, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। আজকের ভিডিওতে খানপুর সীমান্তের মানুষের সুখ-দুঃখের চিত্র তুলে ধরবো।
Contact email address for sponsorship, affiliate or other business purpose : [email protected] Sound Courtesy : দোতারা : রাখাল চন্দ্র দেবনাথ তবলা : সুব্রত দেবনাথ সাধন মন্দিরা : দিনেশ চন্দ্র দেবনাথ একতারা : হরিপদ চন্দ্র দেবনাথ
Categories | People & Blogs |
Tags |