বাংলাদেশের যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে জাপানে || BBC CLICK Bangla

920

স্মার্টফোন না থাকলেও সাধারণ মোবাইল ফোন ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রযুক্তি বাংলাদেশের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ ব্যবহার করছে। বাংলাদেশি স্টার্টআপ ‘হিসাব’ এমন একটি সফটওয়্যার ডেভেলপ করেছে – যা মোবাইল ফোনের ‘স্পিচ রিকগনিশন’ বা কণ্ঠস্বর চিনে রাখার প্রযুক্তি ব্যবহার করে। এই ভয়েস ইউজার ইন্টারফেসকে বলা যায় ‘ডিজিটাল হালখাতা’, এর জন্য কোন অ্যাপ ডাউনলোড করতে হয় না। মোবাইল ব্যবহার করার মতো সামান্য অক্ষরজ্ঞান থাকলেই এটি দিয়ে কাজ করা যাবে। বাংলাদেশের ২৬টি জেলায় দশ লাখেরও বেশি মানুষ হিসাবের এই সার্ভিস নিচ্ছে।

 

আর এখন মিয়ানমার ও জাপানও বাংলাদেশে ডেভেলপ করা এই ভয়েস রিকগনিশন সিস্টেম ব্যবহার করছে। জাপানে মূলত বয়স্কদের সহায়তায় ব্যবহার হবে হিসাবের সফটওয়্যারটি। বিবিসি ক্লিকে আফরোজা নীলার প্রতিবেদনে বিস্তারিত।

Categories News & Politics
Tags

Leave A Reply

Your email address will not be published.

Skip to toolbar