একদিনে ঘুরে আসুন অন্যরকম একটি সমুদ্র সৈকত থেকে | Guliakhali Sea Beach | Tourist Place Chittagong

2,722

যেভাবে যাবেন

ঢাকা থেকে চিটাগাং এর বাসে উঠবেন, সীতাকুন্ড নামবেন,সিতাকুন্ড বাজার থেকে সিনজি তে করে পশ্চিমে ৩ কিমি দূরে, ৩০০ টাকা ভাড়া পরবে রিজার্ভ করলে মুরাদপুর সি বিচ বললেই চিনবে।।। থাকার জায়গা সিতাকুন্ডতেই। অনেক সুন্দর মাঠ আছে,ফুটবল নিলে টার্ফ এর ফিলিং পাবেন। জেলেদের বোটে করে সমুদ্রেও ঘুরতে পারবেন, ২০০০ টাকাতেই ঘুরে আসা যাবে। দুপুর এর পর গেলেই ভালো কারণ খাবার আর থাকার জায়গা নাই। কিন্তু কেউ ইচ্ছে করলে সাথে খাবার এবং তাবু নিয়ে যেতে পারেন।

Description: =========== it is completely different from other beach. On one side of the horizon, the water is seen on the other side, while the Keora forest is seen on the other. Canow tree breathing around the canal flowing through the Keora Forest. This forest has gone deeper to the sea. Its environment is like the Swamp Forest and the mangrove forest. The green carpet of wide grass across the beach has made it bigger than other beaches. The narrow groove has been pierced through the middle of the green. The streams are full of water during tide. The unique position of birds, waves and wind mates is seen on this beach

Categories Travel & Events
Tags

Leave A Reply

Your email address will not be published.

Skip to toolbar