হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত I Coxs Bazzar Sea Beach Disaster
হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত সাগরের জোয়ারের পানিতে ভাঙছে কক্সবাজার সৈকতের বালিয়াড়ি। উপড়ে পড়ছে শত শত ঝাউগাছ। হুমকির মুখে সৈকতের পাড় ঘেঁষা নির্মিত কয়েকটি সরকারি স্থাপনাও। অস্বাভাবিক জোয়ার ও ঢেউয়ের তান্ডবে ভাঙন অব্যাহত থাকায় সৌন্দর্য হারাচ্ছে সৈকত।
তবে ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। লঘুচাপের কারণে কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এতে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে সমুদ্রের জোয়ারের পানি। সমুদ্রের ভয়াবহ বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। যার আঘাতে ভাঙছে সৈকতের বালিয়াড়ি; উপড়ে পড়ছে শত শত ঝাউগাছ। এক স্থানীয় বলেন, মে মাস থেকে ভাঙন শুরু হয়েছে। পুরো সমুদ্র সৈকতের ঝাউগাছ সব ভেঙে যাচ্ছে। সৈকতের লাবণী পয়েন্টে প্রতিদিনই ভিড় করতো হাজার হাজার পর্যটক। কিন্তু পয়েন্টটি গ্রাস করছে সমুদ্রের জোয়ারের পানি। ভাটায় ভেসে উঠছে তছনছ হওয়া দৃশ্য। সৌন্দর্য হারাচ্ছে চিরচেনা সৈকতের এই পয়েন্টটি। এক পর্যটক বলেন, বাচ্চাদের নিয়ে নামা যাচ্ছে না। ভয় করে। অনেক ভাঙা। তবে জেলা প্রশাসক আশ্বাস দেন, ভাঙন প্রতিরোধসহ সৈকতের সৌন্দর্য বর্ধনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। গত ১০ দিনে অস্বাভাবিক জোয়ারের পানি ও ঢেউ তান্ডবে উপড়ে পড়েছে সৈকতের ঝাউ বিথীর ৫ হাজারের বেশি ঝাউগাছ।
Categories | News & Politics |
Tags |