ধলেশ্বরীর বুকে টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ । Boat Rece
ধলেশ্বরীর বুকে টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ । ধলেশ্বরীর বুকে সারি সারি নৌকা। কে যাবে, কার আগে? চলছে সেই প্রতিযোগিতা। টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগে ভিড় করেন হাজার হাজার মানুষ। বৈঠার ছলৎ ছলাৎ শব্দে মুখর নদীর চারপাশের পরিবেশ। বৈঠার টানে সবার আগে গন্তব্যে বার আগে পৌঁছানোর প্রতিযোগিতা। নাচে গানে মুখর দর্শনার্থীরা উৎসাহ দিচ্ছেন নৌকা বাইচ প্রতিযোগিদের। করোনা মহামারির জন্য কোনো রকম প্রচারণা চালানো না হলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা।
চেয়ারম্যান সাদেক আলী বলেন, ছোট আকারে আয়োজন করা হয়েছে। কিন্তু মানুষ মুখে মুখে শুনেই চলে এসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে পেরে প্রতিযোগিরা প্রতি বছর যথাসময়ে এই আয়োজনের দাবি জানান। টাঙ্গাইল ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেন এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায়।
Categories | Gaming |
Tags |