ঢাকা থেকে একা একা মেঘালয়ের রাজধানী শিলং গেলাম । Dhaka to Shillong
ঢাকা থেকে একা একা মেঘালয়ের রাজধানী শিলং গেলাম । Dhaka to Shillong । Meghalaya Ep.1 । Tiham ঘুরি-ফিরিতে অনেক প্রতিক্ষার পরে শুরু হতে যাচ্ছে মেঘালয় ভ্রমণগল্প..আমার এই মেঘালয় ভ্রমণটি ছিল গত বছরের অক্টোবর মাসের… লকডাউনের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক বর্ডার বন্ধ থাকায় এপিসোডগুলো প্রকাশ করতে অনেক দেরি হয়ে গেল…আশা করা যাচ্ছে আর অল্পদিনের মাঝেই ভারতের বর্ডার ভ্রমণপিপাসুদের জন্য পুরোপুরি খুলে যাবে…তাই এই সময়ে আপনাদেরকে আমার মেঘালয় ভ্রমণগল্প দেখিয়ে ভার্চুয়ালি মেঘালয় থেকে ঘুরে নিয়ে আসাই যায়..কি বলেন!!!
এই পর্বে আমি ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল বর্ডার দিয়ে ডাউকি প্রবেশ করেছি..তারপর ডাউকি থেকে গিয়েছি মেঘালয়ের রাজধানী শিলং..সেখানে গিয়ে সাক্ষাৎ হয়েছে এই ট্যুরে আমার অন্য দুইজন ট্যুরমেটের সাথে… এই পর্ব থেকে আপনারা ঢাকা থেকে কি করে সড়কপথে শিলং যাবেন সেটার বিস্তারিত জানতে পারবেন…
Categories | Travel & Events |
Tags |