গ্রামের দারিয়া বান্দা খেলা

2,244

দাড়িয়াবান্ধা বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা। স্থানীয় নিয়ম-কানুন অনুযায়ী এ খেলা হয়ে থাকে। প্রায় সব এলাকার শিশুরাই খেলাটি পছন্দ করে। এ খেলার মাঠটি ৫০ ফুট লম্বা ও ২০ ফুট প্রস্থে, মাঝখানে সমান্তরাল ৫০ ফুট লম্বা ও ১ ফুট চওড়া একটি লাইন থাকবে। ১ ফুট অন্তর আড়াআড়ি ৪টি লাইনে পুরো কোর্টটি ১০ ইঞ্চি/১০টি খোপে ভাগ করা থাকবে। আড়াআড়ি ৬টি লাইন ১ ফুট চওড়া হবে। প্রত্যেক দলে ৬ জন করে খেলোয়াড় থাকে। টস করে আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী স্থির করা হয়। ২৫ মিনিট খেলা, ৫ মিনিট বিশ্রাম, আবার ২৫ মিনিট খেলা- এই নিয়মে খেলা চলে। খেলার সময় একজন মারা পড়লে অন্যদলের অর্ধাংশ আক্রমণ করার সুযোগ পাবে।

খেলার ফলাফল অমীমাংসিত থাকলে ১০-১-১০ মিনিট আবার খেলে খেলার ফলাফল নির্ধারণ করা যায়। প্রতিটি আড়া কোর্টে একজন করে খেলোয়াড় দাঁড়ায়। এখানেই দাঁড়িয়ে অন্য দলের খেলোয়াড়দের ঘরের ভেতর ঢুকতে বাধা দেয়। কোর্টের ওপর বা ঘরের ভেতর অন্য দলের খেলোয়াড়কে ছুঁতে পারলে সে মারা পড়ে। এভাবেই জয়-পরাজয় নিধারণ হয়।

Categories Gaming
Tags

Leave A Reply

Your email address will not be published.

Skip to toolbar